INTRODUCTORY 'THERE' [PRESENT]
না -বাচক বাক্যে There is বা There are এরপর no বা not যুক্ত হয়।
Rule:There +is/are +no/not +object +( বাকি অংশ )
১)এই বোতলে মধু নেই
Ans :There is no honey in this bottle.
২)এখানে কোনো পুলিশ নেই।
Ans:There are no police here.
(মনে রাখবে'police'হল 'plural form' তাই are হবে। )
৩)এই মন্দিরে কোনো পুরোহিত নেই।
৪) আমার মোবাইলে চার্জ নেই।
৫)এই পাত্রে দুধ নেই।
Comments
Post a Comment