Bengali meaning of The Eyes Have It


 আমার খানিকটা সময় লাগবে ওর চেহারা সম্পর্কে কিছুটা ধারণা পেতে  । আর হয়তাে কখনও আমি তা করতেই পারব না । তবে ওর কণ্ঠস্বর আমার ভালাে লেগেছিল, এমন কি ওর চটিপায়ে হটার শব্দও ।(এমন কি তার  চটির শব্দও)

 “ আপনি কী একেবারে দেহারা পর্যন্ত যাবেন ? ” আমি জিজ্ঞাসা করলাম ।

আমি অন্ধকার একটা কোণে বসেছিলাম , তাই আমার গলার আওয়াজে তাকে  চমকে দিল । ও হালকা বিস্ময়সূচক শব্দ করে বলল , “ আমি জানতামই না এখানে অন্য কেউ আছে ।
 
” আসলে , যাদের ভালাে দৃষ্টিশক্তি আছে তাদের ক্ষেত্রে এটা প্রায়ই ঘটে যে , তারা তাদের সামনে ঠিক কী আছে সেটা দেখতে পায় না । তারা অনেক কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ে,আমার মনে হয়  , ।অন্যদিকে যারা একদম দেখতে পায় না ( বা খুব কম দেখে ) তারা কেবল অত্যন্ত আবশ্যিক বিষয়গুলিতেই মন নিবদ্ধ করে ।তাদের দৃষ্টি বাদে বাকি ইন্দ্রিয়গুলি তাই - ই গভীরভাবে মুদ্রিত করে । ( যা কিছু বাকি  ইন্দ্রিয়গুলির উপর প্রভাব ফেলে )।

Grammar 
1.It would take me some time to discover something about her looks .(v.c)
2.I liked the sound of her voice.(v.c)
3. "Are you going all the way to Dehra ? " I asked .(Change the mode of narration).
4.My voice startled her .(v.c)
5.She gave me a little exclamation and said , "I did not know anyone else was here."
6.They have too much to take it . (Omit " too")



Comments