আমি রেহানা পর্যন্ত ট্রেনের কামরায় একাই ছিলাম , তারপর একটি মেয়ে উঠল । যে দম্পতি তাকে ট্রেনে তুলতে /(বিদায় জানাতে)এসেছিলেন সম্ভবত তার মা - বাবা ।তাদেরকে বড় উদ্বিগ্ন বলে মনে হল তার সুখস্বাচ্ছন্দ্য নিয়ে। আর ভদ্রমহিলা মেয়েটিকে বিস্তারিতভাবে নির্দেশ দিলেন কোথায় তার জিনিসপত্তর রাখতে হবে ,কখন জানালার বাইরে ঝুঁকে দেখা যাবে না , আর কীভাবে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলা থেকে এড়িয়ে চলতে হবে। তাদের বিদায় শুভেচ্ছা শেষ হতেই ট্রেনটা স্টেশন ছাড়ল । আমি যেহেতু তখন পুরােপুরি দৃষ্টিহীন , আমার দৃষ্টি কেবল আলাে আর অন্ধকারেই সংবেদনশীল , আমি অক্ষম ছিলাম বলতে মেয়েটি কেমন দেখতে।
তবে যেভাবে ফটফট করে সে হাঁটছিল তা থেকে বুঝলাম তার পায়ে আছে চটিজোড়া ।
Comments
Post a Comment